টানা চার হারের পর জয়ে ফিরতে নেদারল্যান্ডস ম্যাচকে পাখির চোখ করেছিল বাংলাদেশ। কিন্তু ডাচদের সঙ্গেও পেরে ওঠেননি সাকিব আল হাসানরা। স্বাভাবিকভাবে সমালোচনা ভেসে আসছে চতুর্দিক থেকে।
আউট হয়ে ড্রেসিরুমে ফেরার পথে সাকিব যেমন ইডেন গার্ডেনসের গ্যালারি থেকে দুয়োধ্বনি শুনেছেন।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, 'হতাশাজনক। তারা আসলে প্রত্যাশা করে ভালো কিছু। স্বাভাবিকভাবে সেটা না হলে তাদেরও অধিকার আছে তাদের মতো করে বলার।
দলের হতশ্রী পারফরম্যান্সের কারণ জানা নেই সাকিবের। এখান থেকে ঘুরে দাঁড়ানোও কঠিন মনে করেন বাংলাদেশ অধিনায়ক, 'আমি ঠিক জানি না।
সত্যি বলতে, এখান থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন।'