পুনেতে বাংলাদেশ-ভারত ম্যাচে গ্যালারিতে থাকা বাংলাদেশের এক সমর্থকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন ভারতের জার্সি পরা কয়েকজন সমর্থক। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাংলাদেশি সমর্থককে সমর্থন দিয়ে ক্ষমা চেয়েছেন কয়েকজন ভারতীয় সমর্থক।
১৯ অক্টোবর সে ম্যাচে ভারতের বিপক্ষে একেবারে প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। বিরাট কোহলির শতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে টাইগাররা।
সেই ঘটনার ভিডিও নিজের ফেসবউক পেজে শেয়ার করে শোয়েব লিখেছেন, ‘ভারতের সমর্থকদের থেকে কখনোই এই রকম পরিস্থিতি আশা করিনি। ভারতের ক্রিকেট ভক্ত সুধীর-বাবুরামরাও তো আসে আমাদের দেশে।
এই ঘটনায় দুই ভারতীয় তাতক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সমর্থকদের মধ্যে চার-পাঁচজন এমন থাকেই যারা এমন কাজ করে। বাকিরা আমরা সবাই বাংলাদেশি ভাইদের বুকেই টেনে নিই।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ভারতীয় ক্রিকেট কর্তারাও এই ঘটনা সমর্থন করেননি। পুনের দর্শকদের কয়েক জনের ওই আচরণে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ভাবমূর্তি ক্ষতি করবে বলে জানান অনেকে। ভারতীয় সংস্কৃতির অবমাননার কথাও বলেছেন কেউ কেউ। সেই ঘটনায় বেশ কিছু ভারতীয় সমর্থক ক্ষমা চেয়ে এবং দুঃখ প্রকাশ করে শোয়েবকে বার্তা পাঠিয়েছেন।