ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন কুইন্টন ডি কক। এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯০ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। অজি পেসারদের সামনে বুক চিতিয়ে ব্যাট করছেন ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামা এই ব্যাটার।
ডি ককের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহের পথে এগোচ্ছে প্রোটিয়ারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৩১ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৭৭ রান। ৯৬ বলে আট চার ও পাঁচটি ছক্কায় ১০৪ রানে অপরাজিত আছেন ডি কক।
লখনউতে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে দারুণ শুরু এনে দেন ডি কক।