মাত্র ৩২ বছর বয়সে পেশাদার ফুটবল ছাড়ার ঘোষণা দিলেন ইডেন হ্যাজার্ড। এর আগে কাতার বিশ্বকাপের পর বেলজিয়াম জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। এখন সব ধরনের ফুটবল থেকেই নিজেকে সরিয়ে নিলেন এই ফরোয়ার্ড।
এই মৌসুমের রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি শেষ হয়।
গত জুন থেকেই মুক্ত খেলোয়াড় হিসেবে ছিলেন হ্যাজার্ড।
রিয়ালের জার্সিতে চার বছরে মাত্র ৭৬ ম্যাচে মাঠে নামার সুযোগ পান হ্যাজার্ড। গোল করেছেন মাত্র সাতটি।
২০০৭ সালে ফরাসি ক্লাব লিলে দিয়ে পেশাদার ক্যারিয়ারের যাত্রা শুরু হ্যাজার্ডের। ২০১২ সালে ইংলিশ ক্লাব চেলসিতে নাম লেখান তিনি। সাত মৌসুমে ব্লুদের হয়ে ৩৫২ ম্যাচে গোল করেন ১১০টি। চেলসিতেই ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন তিনি।