বিশ্বকাপে রেকর্ড রান তাড়া করে জিতেছে পাকিস্তান। শ্রীলঙ্কার দেওয়া ৩৪৫ রানের বিশাল লক্ষ্য পাকিস্তান টপকে গেছে ১০ বল ও ছয় উইকেট হাতে রেখে। চাপের মুখে পায়ে ক্র্যাম্প নিয়েও ব্যাটিং করে অসাধারণ ইনিংস খেলেছেন মোহাম্মদ রিজওয়ান। তাঁর সঙ্গে অনবদ্য সেঞ্চুরি করেছেন আব্দুল্লাহ শফিক।
বড় লক্ষ্য তাড়া করতে পারবে পাকিস্তান, এই বিশ্বাস ছিল দলটির সবার মধ্যে বলেছেন রিজওয়ান,‘এমন পারফরম্যান্স করলে সবসময় গর্ব অনুভব হয়। এত বড় লক্ষ্য তাড়া করা কঠিন ছিল। এটা সবসময় স্পেশাল। ড্রেসিং রুমে থাকা প্রতিটা খেলোয়াড়ের বিশ্বাস ছিল, আমরা পারব।
শ্রীলঙ্কাকে হারাতে হলে রেকর্ড রান তাড়া করতে হতো পাকিস্তানকে। ওপেনার আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে ৩৪৫ রানের বিশাল লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
পাকিস্তান অধিনায়ক বাবর আজম প্রশংসা করেছেন সেঞ্চুরি করা আব্দুল্লাহ শফিকের,‘সে যেভাবে খেলেছে খুবই খুশি আমি। তাঁর এটা প্রথম বিশ্বকাপ। খেলার জন্য সে মুখিয়ে ছিল। নেটে তাকে ভালোভাবে দেখে খেলানোর সিদ্ধান্ত নেই।’