ধর্মশালায় ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছিলেন আফগানিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার। বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল আফগানরা। কিন্তু নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের বড় সংগ্রহ গড়তে দেননি সাকিব-মিরাজরা। বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস ছিল, শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়াবে তাঁর দল।
আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৫৬ রানের পুঁজি পায় আফগানিস্তান। যদিও শুরুটা ভালো করেছিল আফগানরা। প্রথম ৮ ওভারে ৪৭ রান নেন ইব্রাহিম ও গুরবাজ।
সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ নেন ৩টি করে উইকেট। শরিফুল ২টি এবং তাসকিন ও মুস্তাফিজ নেন ১টি করে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বোলারদের প্রশংসা করেছেন সাকিব, ‘আমরা শুরুটা যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে করতে পারিনি। তবে সবার মধ্যে বিশ্বাস ছিল, যদি আমরা একটি উইকেট তুলে নিতে পারি তাহলে দ্রুত আরো উইকেট নিতে পারব। এটা সহজ ছিল না; কিন্তু আমরা যেভাবে বোলিং করেছি তাতে বেশ খুশি।
অল্প লক্ষ্য তাড়ায় মেহেদী হাসান মিরাজ ও নাজমুল ইসলাম শান্ত হাফসেঞ্চুরি করেছেন। এই দুজনকে কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘মেহেদী ও নাজমুল ভালো খেলে আসছে। সব সময় তারা দলের জন্য পারফরম করতে চায়।’