স্পোর্টস ডেস্ক: গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শেষে টিম হোটেল থেকে বাসায় ফিরে তামিম দিয়েছিলেন সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা।
কান্নাজড়িত কণ্ঠে অবসরের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করলেও ক্রিকেটে ফিরতে পারেননি।
ইংল্যান্ডে চিকিৎসা নিয়ে দেশে ফিরে যখন অনুভব করেছেন এশিয়া কাপের আগে ফিট হওয়া সম্ভব নয়, তখন এশিয়া কাপ থেকে আগেভাগে নাম প্রত্যাহার করেছেন। ক্যাপ্টেনসিকে গুডবাই জানিয়েছেন।
এখন তার লক্ষ্য নিউ জিল্যান্ডের বিপক্ষে আগামী ২১ থেকে ২৬ সেপ্টেম্বরে অনুষ্ঠেয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে নিজেকে সম্পূর্ণ ফিট করে তোলা। এবং বিশ্বকাপে খেলা। ইতোমধ্যে শুরু হয়েছে তামিমের পূর্ণবাসন।
রিহ্যাবে নিজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট তামিম-‘এটা ভালো চলছে। আমি মনে করি আমার পরিকল্পনা যেভাবে সেট করা হয়েছে তাতে সঠিক পথে আছি। রিহ্যাবে পিঠে ব্যথা নিয়ে অভিযোগ করিনি। ইনজেকশন নেওয়ার পর থেকে বড় কোনো ব্যথা অনুভব করিনি। রিহ্যাব ম্যানেজার (কাইরন থমস), জাতীয় দলের ফিজিও বায়েজিদ আমার এই প্রক্রিয়ার সাথে জড়িত। কোচ নিক এই প্রক্রিয়ায় সন্তুষ্ট। যে সিরিজটিকে লক্ষ্য করে পূর্ণবাসন প্রক্রিয়া শুরু করেছি, আশা করছি সেই সিরিজ আমি খেলতে পারবো।’
নোমান নট আউট থেকে তামিমের বক্তব্য তুলে ধরেছে ক্রিকবাজ। আগামী ৭ সেপ্টেম্বর থেকে নেটে ব্যাটিং অনুশীলন শুরু করবেন তামিম। নেটে ১০টি সেশন হলেই তামিম ম্যাচ খেলার জন্য উপযুক্ত হবেন বলে জানিয়েছেন ওই সাক্ষাতকারে-‘৭ সেপ্টেম্বর থেকে পূর্ণ নেট সেশ করতে পারব।বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি অনুশীলন ম্যাচ আমার জন্য যেটি গুরুত্বপূর্ণ। ১০ দিন নেট সেশন করতে পারলে হবে। আমি মনে করি না যে ম্যাচটি আমার জন্য একটি বড় সমস্যা হতে পারে। এটা খুবই ভালো যে বিশ্বকাপের আগে আমরা পাঁচটি ম্যাচ পাচ্ছি।যদি বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো খেলতে পারি, তা হবে আমার জন্য ইতিবাচক।’