স্পোর্টস ডেস্ক: ক্রিস্তিয়ানো রোনালদোর পর সৌদি আরবের ফুটবলে সবচেয়ে বড় নাম করিম বেনজিমা। ব্যালন ডি’অর জয়ী ফরাসি এই তারকা আল ইত্তিহাদের জার্সিতে অভিষেকটা রাঙিয়েছিলেন চোখ-ধাঁধানো এক গোলে। পাশাপাশি আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের গ্রুপ পর্বে ইএস তিউনিসের বিপক্ষে করেছিলেন একটি অ্যাসিস্টও। বেনজিমার দল জিতেছিল ২-১ গোলে।

রবিবার রাতে ফের দলকে জয় এনে দিলেন বেনজিমা।

 

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আল ইত্তিহাদ ১-০ গোলে হারিয়েছে তিউনিসিয়ার ক্লাব স্পোর্টিফ এসফ্যাক্সিয়েনকে। জয়সূচক একমাত্র গোলটি করেছেন বেনজিমা। ম্যাচের ৬৩তম মিনিটে ডি বক্সের মধ্যে বল পেয়ে হেডে করিম বেনজিমাকে পাস দেন তার সতীর্থ।

তিনি বলটি ডান পায়ে রিসিভ করে ঘুরে দূরের পোস্টে শট নেন। বল জড়ায় জালে, গোলরক্ষকের পেছন দিয়ে বল যাওয়ায় তিনি ধরার সুযোগ পাননি।

 

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আল ইত্তিহাদ। বুধবার সন্ধ্যায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা ইরাকি ক্লাব আল শোর্তার মুখোমুখি হবে।

শোর্তা ২ ম্যাচের একটিতে জিতে ও ১টিতে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে।