‘বিগ বস ১৬’-য় চ্যাম্পিয়ন হয়ে ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে এমসি স্ট্যানের। দেশি হিপহপ ও মূলধারার সংস্কৃতির মধ্যে এসে পড়েছেন তিনি। এবার শোনা যাচ্ছে, পর পর ছবির প্রস্তাবও নাকি অপেক্ষা করছে তাঁর জন্য।

আনন্দবাজারের খবরে বলা হয়, শাহরুখ খানের আসন্ন ছবি ‘জওয়ান’-এরও নাকি অংশ হতে চলেছেন স্ট্যান। তাকে একটি গান গাওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ছবিতে।

‘পাঠান’-এর পর ‘জওয়ান’ও নিঃসন্দেহে এই বছরের অন্যতম বড় প্রকল্প হতে চলেছে। শাহরুখের সঙ্গে স্ট্যানের উপস্থিতি সত্যি হলে এ ছবি অন্য মাত্রা পাবে বলেই মনে করছেন দর্শক। 

‘বিগ বস ১৬’-য় বিজয়ী হওয়ার পর থেকে স্বীকৃতি পেয়েছেন র‍্যাপার স্ট্যান। তার গ্রহণযোগ্যতা বেড়েছে বিনোদন দুনিয়ায়। মূল ধারার গানে নেহা কক্করের মতো শিল্পীর চেয়ে স্ট্যান বেশি জনপ্রিয় এখন।