এবার ওয়েস্টার্ন নয়, সাবেকি পোশাকে মোহময়ী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী সানি লিওন। সম্প্রতি ইনস্টাগ্রামে সাবেকি পোশাক পরা একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। এরপরই এসব ছবি নিয়ে মেতে ওঠে নেটিজেনরা।
কেমন ছিল এ অভিনেত্রীর সাজ চলুন দেখে নেয়া যাক-
লাল পোশাকে মোহময়ী
লাজে নয়, লাল রঙে রাঙা হলেন সানি। পরনে মেরুন রঙের লেহেঙ্গা। লেহেঙ্গার গা জুড়ে চুমকির কারুকাজ। লেহেঙ্গার ব্লাউজের নকশা ছিল অন্য রকম। এককথায় ছিমছাম সাজে যেন অপরূপা সানি।
কালোয় অপরূপা
আর একটি ছবিতে সানির পরনে কালো লেহেঙ্গা। লেহেঙ্গা জুড়ে চুমকির ঝলকানি, সরু স্ট্র্যাপের ব্রালেট আর হাতে কনুই পর্যন্ত নেটের গ্লাভস। সাবেকি পোশাকেও যেন উষ্ণতা ছড়াচ্ছেন সানি।