দেখতে দেখতে তিন মাস বয়স হয়ে গেছে রণবীর-আলিয়ার মেয়ে রাহার। দু’সপ্তাহ হলো সে হাসতেও শিখেছে। মেয়ে যেমন একদিকে হাসতে শিখেছে, তেমনি বেড়েছে বাবার কাজ। 

বাবার এখন দায়িত্ব হয়েছে খাওয়ানোর পর মেয়েকে নিয়ম করে ঢেঁকুর তোলানো। নিজের নতুর এ দায়িত্বর কথা জানিয়েছেন রণবীর নিজেই। 

বাবা হওয়ার অনুভূতি নিয়ে কথা বলতে গিয়ে রণবীর বলেন, বাবা হওয়াটা সব থেকে সুন্দর অনুভূতি। আমি চাই সবাই এক বার অন্তত এই অনুভূতির মধ্যে দিয়ে যাক। আমার মেয়ের তিন মাস বয়েস। দু’সপ্তাহ হলো সে হাসতে শিখেছে। ওর হাসি আমার মন গলিয়ে দেয়। এখানে আসার আগে মাত্র কুড়ি মিনিট কাটাতে পেরেছি ওর সঙ্গে। তাতেই চাঙ্গা হয়ে গিয়েছি। আমি ওর ঢেঁকুর তোলানোর দায়িত্বে আছি। এর আগে আমি জানতাম না বাচ্চাদের ঢেঁকুর তোলাটা এতটা গুরুত্বপূর্ণ। যত ক্ষণ বাড়িতে থাকি, ওর সঙ্গেই থাকি।  

তার পরের সিনেমা ‘তু ঝুঠি, ম্যায় মাক্কার’র প্রচারণায় কলকাতায় এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব জানান রণবীর।