গত দু’বছরের মহামারির ধাক্কা কাটিয়ে পুরোনো ধারায় ফিরেছে কোলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কিফ)। বৃহস্পতিবার এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খানেরা।
ছিলেন সৌরভ গাঙ্গুলিও। সৌরভের স্ত্রী ডোনা তার নাচের ট্রুপ নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন। বাংলাদেশের চঞ্চল চৌধুরীও ছিলেন অনুষ্ঠানে।
এছাড়াও শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট থেকে শুরু করে জয়া বচ্চন, রানি মুখার্জি, কুমার শানু, অরিজিৎ সিংও হাজির হয়েছিলেন এ অনুষ্ঠানে।
চলচ্চিত্র উসবের উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাহরুখ খানকিং খানের সঙ্গে অনুষ্ঠানে এসেছিল তার ছোট ছেলে আব্রামও২০১৯ সালের পর এই চলচ্চিত্র উৎসব হয়নি। ২০২২ সালের এপ্রিলে আগের বছরের চলচ্চিত্র উৎসব দেরিতে উদ্যাপিত হয়েছিল। তবে সেখানে তারকাদের উপস্থিতি ছিল কম। ২৮তম চলচ্চিত্র উৎসব সে অভাব পূরণ করেছে দেব, সায়ন্তনী, শ্রাবন্তী, রুক্মিণী, পাওলমি, শুভশ্রী, মিমি, সোহমের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কুমার শানু ও মমতা বন্দ্যোপাধ্যায়জয়া বচ্চন ও মমতা বন্দ্যোপাধ্যায়শত্রুঘ্ণ সিনহা, মহেশ ভাট, বাবুল সুপ্রিয়র সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়অমিতা বচ্চন ও রাজ্যপাল সিভি আনন্দ বোসএক ফ্রেমে অমিতাভ-মমতা-শাহরুখ শাহরুখ-রানি ও মমতা। শাহরুখ ও অমিতাভ।