শুক্রবার (১৮ নভেম্বর) চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হাস্য-রসাত্মক চলচ্চিত্র ‘মেইড ইন চিটাগং’ ছবিটি মুক্তি পেয়েছে। চট্টগ্রামেরই দুটি প্রেক্ষাগৃহ— সুগন্ধা সিনেমা হল এবং ফিনলের সিলভার স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রামের পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ।
ছবিটি আপাতত চট্টগ্রামের দর্শকদের জন্য বিশেষভাবে দুটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হচ্ছে। তবে পরে দর্শক চাহিদা বিবেচনায় অন্যান্য হলেও মুক্তি দেওয়া হতে পারে বলে জানান নির্মাতা।
নির্মাতা রাফাত বলেন, ‘আঞ্চলিক ভাষা নিয়ে এর আগে আমাদের দেশে অনেকগুলো ধারাবাহিক প্রচারিত হলেও খুব বেশি সিনেমা হয়নি। এই সিনেমাটি সবার পছন্দ হবে বলেই আশা করছি।’