সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। বিশেষ করে লোক গান গেয়ে বেশ খ্যাতি পেয়েছেন তিনি। ‘সোনা বউ’ সিরিজের কয়েকটি গান, ‘মন পাজরে’, ‘বউ এনে দে’, ‘সারাটি জনম’, ‘এত কাছে’সহ আরও অসংখ্য গানের মাধ্যমে শ্রোতাদের মন কেড়েছেন এই গায়ক।
এবার নিজের মেয়েকে নিয়ে গান করেছেন কাজী শুভ। যার শিরোনাম ‘কন্যারে আমার’। এর কথা ও সুর করেছেন আরিফ হোসেন বাবু। সংগীতায়োজন করেছেন আহাম্মেদ সজীব। ইয়াসিন বিন আরিয়ান চিত্রগ্রহণে গানটির ভিডিও পরিচালনা করেছেন পাভেল মাহমুদ জয়।
মজার বিষয় হলো এই গানের ভিডিওতে শুভর সঙ্গে অভিনয় করেছেন তার মেয়ে পূর্ণতা। এবারই প্রথম বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে গান করেছেন এই গায়ক। ভিডিওতেও হাজির হচ্ছেন মেয়েকে নিয়ে। আর পুরো বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।