রবিবার (৬ নভেম্বর) দুপুরে কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। এরপর থেকে খুশির জোয়ারে ভাসছে দুই পরিবার। বলিউড তারকাদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন ‘রণলিয়া’।

আলিয়ার কন্যা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নতুন জল্পনা শুরু হয়েছে। তারকা শিশুর নাম কী হতে চলেছে! তার আভাস আলিয়া বেশ কয়েকবার নিজেই দিয়েছিলেন।

প্রায় সাড়ে চার বছর আগে ‘গলি বয়’ সিনেমার প্রচারের সময়, রণবীরের সঙ্গে একটি রিয়েলিটি শো’র মঞ্চে যান আলিয়া। সেখানে এক খুদে প্রতিযোগীকে তার নামের বানান বলতে বললে, সেই খুদে আলমা সম্বোধন করে আলিয়াকে। সেই সময় মজার ছলেই আলিয়া বলেন, ‘আমার মেয়ে হলে আমি এই নামটা রাখব।’

তারপর সময় বদলেছে, রণবীরের প্রেমে পড়েছেন আলিয়া। ২০২০ সাল থেকেই তাদের বিয়ের খবর শোনা যাচ্ছিল বিভিন্ন মহলে। তারও বছর খানেক পরে ‘গাঙ্গুবাই’ ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে আলিয়া জানান, তার ও রণবীর কাপুরের মেয়ে হলে তিনি ‘আইরা’ নাম রাখবেন।

আলিয়া সেই সময় জানান, এই নামটি তার পছন্দ। অভিনেত্রীর কথা অনুযায়ী, এই নামটি তার আর রণবীর কাপুরের নামের আদ্যক্ষর নিয়ে তৈরি। আলিয়া ও রণবীর দুজনেই বিভিন্ন সময় জানিয়েছিলেন তাদের কন্যাসন্তান পছন্দ। আলিয়ার পুরনো সেই সাক্ষাৎকার এখন ভাইরাল।

‘আইরা’ নামের অর্থ যে শ্রদ্ধেয়। এবার দেখার বিষয়, রণবীর-আলিয়া তাদের মেয়ের নাম আইরা রাখেন কীনা! নাকি নতুন কোনও নাম দেন নতুন অতিথিকে।