বিনোদন ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ তারকা অ্যাঞ্জেলা ল্যান্সবেরি। ১১ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬।
গণমাধ্যম ‘পিপল’-এ প্রকাশিত অ্যাঞ্জেলার পারিবারিক একটি বিবৃতি অনুসারে খবরটি নিশ্চিত করা হয়।
দীর্ঘদিন ধরে চলমান টিভি সিরিজ 'মার্ডার, সে লিখেছেন'-এ নির্ভীক রহস্য ঔপন্যাসিক জেসিকা ফ্লেচারের চরিত্রে অভিনয় করার জন্য সর্বাধিক পরিচিতি পান অ্যাঞ্জেলা। তাঁর ৮০ বছরের ক্যারিয়ারজুড়ে ল্যান্সবেরি বড় পর্দা, টেলিভিশন এবং মঞ্চে অভিনয় করেছেন।
অ্যাঞ্জেলা ল্যান্সবেরি
ল্যান্সবেরি ১৯৪৪ সালে ‘গ্যাসলাইট’-এ ককনি দাসীর ভূমিকায় কিশোরী হিসেবে অভিনয়ে যাত্রা শুরু করেন। ১৯৪৫ সালে ‘দ্য পিকচার অব ডোরিয়ান গ্রে’-তে ধ্বংসপ্রাপ্ত সিবিল এবং লরেন্স হার্ভের দুষ্টু, কারসাজির চরিত্রে অভিনয়সহ তাঁর চলচ্চিত্রে অভিষেক হয়। ১৯৬২ সালে ‘দ্য মাঞ্চুরিয়ান ক্যান্ডিডেট’-এ দুর্দান্ত অভিনয় করেন। তিনটি ভূমিকার জন্যই তিনি অস্কারে পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০০৯ সালে পাঁচটি ক্যাটাগরিতে টনি পুরস্কার অর্জন করেছেন এই গুণী অভিনেত্রী।
তাঁর প্রথম চলচ্চিত্রের প্রায় সাত দশক পর ২০১৩ সালের নভেম্বরে ৮৮ বছর বয়সে তাকে ‘আজীবন সম্মাননা’র অস্কার প্রদান করা হয়।