বলিউডের শক্তিশালী অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। দীর্ঘ ২৪ বছর পর ফিরছেন তিনি তামিল সিনেমায়। ‘মোহরা’ খ্যাত এই অভিনেত্রীকে দেখা যাবে বিজয় অ্যান্তনির বিপরীতে আসন্ন তামিল ছবি ‘ল’ইয়ার’-এ। সিনেমাটি পরিচালনা করছেন জোশুয়া সেথুরামন।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, রাভিনাকে ছবিতে যুক্ত করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার আগের নির্মাণ ‘জেন্টলওম্যান’। জোশুয়া জানান, ‘বলিউডে কাজ করা আমার কিছু বন্ধু রাভিনার সঙ্গে যোগাযোগ স্থাপন করে। আমি তাকে বলি আগে ‘জেন্টলওম্যান’ দেখার জন্য। সেটা দেখার পরই আমি এই সিনেমার কাহিনি বলি, আর তিনি তাতে আগ্রহী হন।’

 

উল্লেখ্য, রাভিনা ট্যান্ডন তামিল ও তেলেগু সিনেমাতেও কাজ করেছেন অতীতে। তবে সর্বশেষ তাকে তামিল সিনেমায় দেখা গিয়েছিল ২০০১ সালে কমল হাসানের সঙ্গে ‘আলাভান্ধান’ ছবিতে।

এরপর দীর্ঘ বিরতির পর দক্ষিণী সিনেমায় রাভিনা আবারও আলোচনায় আসেন ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে। সেখানে তার সহশিল্পী ছিলেন যশ ও সঞ্জয় দত্ত।

 

রাভিনার হাতে বর্তমানে আরও দুটি বড় প্রকল্প রয়েছে। সেগুলো হচ্ছে ‘হাউজফুল ৫’ এবং ‘ইন গলিয়ন মে’।

 

 

 

অন্যদিকে, বিজয় অ্যান্তনির আসন্ন সিনেমা ‘ল’ইয়ার’ ভারতের বিচার ব্যবস্থাকে কেন্দ্র করে নির্মিত একটি কোর্টরুম থ্রিলার হতে যাচ্ছে। সিনেমাটির গল্প একটি অস্বাভাবিক আইনি মামলা ঘিরে আবর্তিত হবে। ছবিটি দর্শককে টানটান উত্তেজনার মধ্যে রাখবে বলে আশা নির্মাতাদের।