হলিউডে গডজিলার গল্প তো সবারই জানা। এবার বলেউডে আসতে চলেছে ‘নাগজিলা’। কার্তিক আরিয়ান অভিনীত আসন্ন সিনেমাটি নিয়ে বাড়ছে কৌতূহল। ছবিটি পরিচালনা করছেন মৃগদীপ সিং লাম্বা। প্রযোজনা করছেন করণ জোহর ও মহাবীর জৈন। কার্তিককে
এই ছবিতে দেখা যাবে দ্বৈত চরিত্রে।
নতুন তথ্য অনুযায়ী, এই ছবির প্রধান খলনায়কের চরিত্রে অনিল কাপুর অথবা ববি দেওলকে নেওয়ার পরিকল্পনা চলছে। চিত্রনাট্য অনুযায়ী, এই চরিত্রের জন্য একজন অভিজ্ঞ অভিনেতার প্রয়োজন। সেই ভাবনা থেকে করণ জোহর এই দুই অভিনেতাকে শর্টলিস্ট করেছেন।
কার্তিক, করণ ও মহাবীর যৌথভাবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আগামী ১৫ দিনের মধ্যে।
ছবিতে থাকবে ইচ্ছাধারী নাগিনের উপকথা। এতে খলনায়কের চরিত্রটি হবে খুবই ভয়ংকর এবং গুরুত্বপূর্ণ। বলা চলে এই চরিত্রটিই সিনেমার প্রধান ভূমিকায় হাজির হবে। চরিত্রটিকে বাস্তব রূপ দিতে ব্যবহার করা হবে প্রস্থেটিকস ও ভিএফএক্স।
আগামী ১৫ দিনের মধ্যেই কার্তিক, করণ ও মহাবীর মিলে চূড়ান্ত করবেন কে হচ্ছেন ‘নাগজিলা’র ভিলেন। এরপরই আসবে অফিশিয়াল ঘোষণা।