বলিউড আর ক্রিকেট- এই দুই জগতের সম্পর্ক বহু পুরনো। সেই সম্পর্কেরই এক মধুর দৃষ্টান্ত হলো শাহরুখ খান ও বিরাট কোহলি। ভারতের অন্যতম সফল অভিনেতা আর ক্রিকেটার। দু’জনেই নিজেদের জগতে কিংবদন্তি। তবে আপনি কি জানেন, বিরাটকে ‘আমাদের জামাই’ বলে ডাকেন শাহরুখ।

এক সাক্ষাৎকারে শাহরুখ খান বিরাট সম্পর্কে বলতে গিয়ে এই তথ্য দেন। বিরাটকে বলিউডের জামাই বলে ডাকা হয়। তবে শাহরুখ ব্যক্তিগতভাবে বিরাট ও তার স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে জড়িয়ে আছেন ঘনিষ্ঠভাবে।

 

ওই সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘আমি বিরাটের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। আমি ওকে খুব পছন্দ করি। আমরা মজা করে বলি, ও আমাদের জামাই। আমাদের ইন্ডাস্ট্রির জামাই। আমি ওকে অন্য খেলোয়াড়দের চেয়ে অনেক আগে থেকে চিনি। ও আর আনুশকার ডেটিংয়ের সময় থেকেই চিনি। যখন আমি আনুশকার সঙ্গে সিনেমার শুটিং করছিলাম তখন ও আমাদের সঙ্গেই থাকত। তখন থেকেই ওর সঙ্গে ভালো বন্ধুত্ব হয়েছে।’

এই সাক্ষাৎকারে কিং খান আরও মজার এক ঘটনা শেয়ার করেন। তিনি বলেন, ‘আমি ওকে ‘পাঠান’ সিনেমার টাইটেল ট্র্যাকের সিগনেচার ডান্স স্টেপ শিখিয়েছিলাম। কারণ একবার দেখলাম বিরাট আর রবীন্দ্র জাদেজা মাঠে আমার সিনেমাটির ড্যান্স স্টেপটি করার চেষ্টা করছে। ওরা খুব বাজেভাবে নাচছিল। তখন আমি বলেছিলাম, ‘আগে ঠিক করে শিখে নাও।’ আমি ওকে এটাও বলেছিলাম, পরের ওয়ার্ল্ড কাপ বা চ্যাম্পিয়নশিপে যখন নাচবে তখন অন্তত আমাকে ফোন করে ঠিক স্টেপ জেনে নেবে!’

 

আনুশকা শর্মা এবং শাহরুখ খানের বন্ধুত্বও দীর্ঘদিনের। ২০০৮ সালে শাহরুখের সঙ্গে ‘রব নে বনা দি জোড়ি’ সিনেমা দিয়েই বলিউডে পা রাখেন আনুশকা। সেই থেকে আনুশকা নিজের একজন ভালো বন্ধু ও অভিভাক হিসেবে সম্মান করেন শাহরুখকে। বিরাট কোহলিও ঠিক তাই।

 

 

 

২০১৭ সালের ডিসেম্বরে ইতালির তাসকানিতে জমকালো এক অনুষ্ঠানে বিয়ে করেন বিরাট-আনুশকা। বর্তমানে তারা এক কন্যা ও এক পুত্রের গর্বিত বাবা-মা।