শো-রুম উদ্বোধন কমিয়ে দিয়ে এখন পরিবার, নিজের ব্যবসা এবং তার পাশাপাশি বিভিন্ন এন্ডোরসমেন্ট নিয়েই আপাতত ব্যস্ত রয়েছেন চলচ্চিত্র তারকা অপু বিশ্বাস। জানালেন, সিনেমা নিয়ে বড় রকমের পরিকল্পনা করছেন।
কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে অপু বিশ্বাস বলেন, ‘বড় একটা কাজের পরিকল্পনা আছে। জানিনা সেটা কতটুকু সফল হবে।
এর পর ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিভিন্ন এন্ডোরসমেন্ট নিয়ে কাজ করছি।
শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা ঈদে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি দেখতে যাবেন কি না, এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, ‘হ্যাঁ, ইচ্ছে আছে দেখার। সিনেমাটির ট্রেলার দেখেছি, দুর্দান্ত লেগেছে। দেখার পর ফেসবুক পেজ থেকে আমিই প্রথম ট্রেলার শেয়ার করেছি।
ট্রেলার দেখার পর শাকিব খানকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘শাকিব খানের বিষয়টা এখন এমন হয়ে গেছে যে, আগে বলতাম আমি শাহরুখ খানের ভীষণ ফ্যান। এখন তো আমার ঘরেই শাহরুখ খান আছে, আমি এখন তারও ফ্যান। আমার কাছে শাকিবই শাহরুখ খান।’