সদ্যই অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। রবিবার (২ মার্চ ) ভোরে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসে অস্কারের এবারের আসর। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনান ও’ব্রায়েন। অনুষ্ঠানটি এবিসি এবং হুলু’তে সম্প্রচার করা হয়।
অস্কার কতৃপক্ষ ও আন্তর্জাতিক বিনোদন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুসারে দেখা যাচ্ছে, ২০২৫ সালের অস্কার সম্প্রচারের পর মোট দর্শকসংখ্যা গত বছরের তুলনায় কিছুটা কম ছিল।
এদিকে, অস্কারের সম্প্রচারে মোট দর্শকসংখ্যা গত বছরের তুলনায় প্রায় ৭ শতাংশ কমেছে। ২০২৪ সালের আসরে এবিসি’তে ১ কোটি ৯৪ লাখ ৯০ হাজার দর্শক ছিল, যা চার বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। তবে চূড়ান্ত দর্শকসংখ্যার হিসাব মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত হলে এই ব্যবধান কিছুটা কমতে পারে।
তবে দর্শক কমলেও অন্য একটি বিষয় স্বস্তি দিচ্ছে অস্কার কতৃপক্ষকে। এবারের অস্কার ঘিরে তরুণ দর্শকদের আগ্রহ বেশ ইতিবাচক ধরা যায়।
হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুসারে, অস্কার আসর এখনও পর্যন্ত চলতি বছরের সবচেয়ে বেশি দেখা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এক মাস আগে অনুষ্ঠিত গ্র্যামি অ্যাওয়ার্ডসে ১ কোটি ৫৪ লাখ দর্শক ছিল, যা অস্কারের চেয়ে কম। অস্কার ১৮-৪৯ বছর বয়সীদের মধ্যে ৩.৯২ রেটিং পেয়েছে, যেখানে গ্র্যামির রেটিং ছিল ৩.৯১। এছাড়া, এটি ২০২৪-২৫ সালের টেলিভিশনে সম্প্রচার হওয়া (খেলাধুলার অনুষ্ঠান ছাড়া) সর্বোচ্চ দর্শকপ্রিয়তা পাওয়া বিনোদনমূলক অনুষ্ঠান হিসেবে শীর্ষস্থান দখল করেছে, যা আগের গ্র্যামি অ্যাওয়ার্ডসের রেকর্ড ভেঙে দিয়েছে। চূড়ান্ত দর্শকসংখ্যার পরিসংখ্যান প্রকাশের পর এই প্রতিবেদন হালনাগাদ করা হবে।
এ বছর অস্কারে বাজিমাত করেছে শন বেকার পরিচালিত চলচ্চিত্র ‘আনোরা’। ছয়টি মনোনয়ন পেয়ে পাঁচটিতেই অস্কারজয় করেছে সিনেমাটি। সেরা অভিনেত্রীর অস্কার জিতে নিয়েছে মাইকি ম্যাডিসন (আনোরা)। সেরা অভিনেতার অস্কার ঘরে তুলেছেন অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)। সেরা পরিচালকের পুরস্কারে ভূষিত হয়েছেন শন বেকার (আনোরা)। এছাড়াও বছরসেরাদের হাতে তুলে দেয়া হয় অস্কারের সম্মাননা।