করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান, বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। তবে তাদের শরীরে তেমন কোনো উপসর্গ নেই। তারা বাড়িতে আইসোলেশনে আছেন।

মাত্র একদিন আগেই পোস্টার শেয়ার করে নিজের নতুন সিনেমা ‘জওয়ান’র ঘোষণা দেন তিনি। এরই মধ্যে শাহরুখের করোনা আক্রান্ত হওয়ার খবর এলো।


মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহরের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন হৃতিক রোশন, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, কিয়ারা আদবানি, জাহ্নবী কাপুর, মালাইকা আরোরা এবং কারিনা কাপুর খানের মতো একগুচ্ছ তারকা। করণের এই পার্টি থেকে ৫০ থেকে ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।  নিজেদের ভাবমূর্তি ধরে রাখার চেষ্টায় এই তারকারা করোনায় আক্রান্ত হওয়ার কথা প্রকাশ করছেন না। 

করণের জন্মদিনের পার্টিতে গিয়ে করোনায় আক্রান্ত ৫০!করণের জন্মদিনের পার্টিতে গিয়ে করোনায় আক্রান্ত ৫০!
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে  বলা হয়েছে, করণ জোহরের অনেক ঘনিষ্ঠ বন্ধু পার্টি থেকে কোভিডে আক্রান্ত হয়েছেন। তাদের বেশিরভাগই প্রকাশ করতে চাইছেন না তারা কোভিড পজিটিভ। কার থেকে বাকি তারকাদের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে তা বলা মুশকিল।