নিকাব পরে টকশোতে অংশ নেবে জানানো পর চ্যানেল আইয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েও বাদ দেওয়ার অভিযোগ তুলেছিলেন জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি। তার অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট কাজে জড়িত এক কর্মীকে অব্যাহতি দিয়েছে বেসরকারি চ্যানেলটির কর্তৃপক্ষ। রবিবার (১৯ জানুয়ারি) প্রতিষ্ঠানটির সহকারী প্রযোজক আতোয়ার শিকদার নামের একজন কর্মীকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।
এ ঘটনায় বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে উপস্থাপিকা বলেন, ‘জ্বি, চ্যানেল আইয়ে যেই শো এর অতিথি নিয়ে এতকিছু, সেই শো এর উপস্থাপিকা আমি।
তিনি লিখেছেন, ‘যারা আমায় চেনেন তারা নিশ্চয়ই জানেন যে আমি মানুষের, তাদের পছন্দের স্বাধীনতায় বিশ্বাসী মানুষ। আমার শো তে নিকাব নিষিদ্ধ থাকবে? এমন কিছু নিয়ম থাকলে সবার আগে আমিই এর বিরুদ্ধে দাঁড়াতাম। আমাদের শো প্রোডিউসার গালিব ভাই নিজেই এমন কিছু হতে দিতো নাহ।
চ্যানেল আই কর্তৃপক্ষ ‘নো হিজাব/নো নিকাব’ রুলস দেয়নি দাবি করে উপস্থাপিকা বলেন, ‘চ্যানেল আই কর্তৃপক্ষ আমায় কোনোদিন ‘নো হিজাব/নো নিকাব’ রুলস দেয়নি, আমার জানা মতে কাউকেই দেয়নি। পুরো ব্যাপারটায় এমন মিসকমিউনিকেশন হয়েছে যে এখনো কি বলবো ভাবছি! আদৌ বলবো কিনা তাও ভাবছি।’
এদিকে, ফেসবুক পেজে দেওয়া পোস্টে চ্যানেলটির পক্ষ থেকে বলা হয়, ‘নিকাব, হিজাব পরে চ্যানেল আই-এ নারীদের অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ও তার প্রতিক্রিয়া আমাদের নজরে এসেছে। হিজাব পরে অনেকেই বিভিন্ন সময়ে চ্যানেল আইয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। নেকাব পরে অনুষ্ঠানে অংশগ্রহণও একটি স্বাভাবিক ব্যাপার।