দক্ষিণী সুপার স্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক নারী অনুরাগীর। তার ছেলে এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। গত বছরের ৪ ডিসেম্বর ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ঘটা মর্মান্তিক ঘটনার কারণে আইনি বিপাকে পড়েছেন আল্লু।

এ মৃত্যুর কারণে একরাত জেলেও থাকতে হয়েছে আল্লুকে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এক মাসের মাথায় এবার ৪ জানুয়ারি রামচরণের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় ২ অনুরাগীর নিহত হয়েছেন।

 

এদিকে আল্লু অর্জুনকে নিয়ে বিতর্ক চলছে। এ তদন্তে সহযোগিতা করার পাশাপাশি প্রতি রবিবার এখন থেকে থানায় হাজিরা দিতে হবে এ নায়ককে। সেই আইনি জটিলতার মাঝেই আল্লু জেল থেকে ফেরার পর তার জুবিলি হিলসের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন রামচরণ। যার কারণে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কড়া সমালোচনার মুখেও পড়তে হয় তাকে।

এবার সেই দক্ষিণী সুপারস্টারের সিনেমা ‘গেম চেঞ্জার’র প্রচার অনুষ্ঠান থেকে ফেরার পথে মৃত্যু হলো দুই অনুরাগীর। এ ঘটনার কারণে সিনেমার প্রযোজক দিল রাজু শোকপ্রকাশ করে দুই মৃতের পরিবারকে ১০ লাখ রুপি আর্থিক সাহায্য দিয়েছেন। প্রযোজক দিল রাজু জানিয়েছেন, ‘অনুষ্ঠানের পরই জানতে পেরেছি বিষয়টা। সেই জন্যই পবন কল্যাণ আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে, এরকম অনুষ্ঠানের আর কোনো বিকল্প আছে কি না।’

 

তিনি আরও বলেন, ‘কারণ তার মনে হয়েছে, এত বড় জমজমাট অনুষ্ঠানের পরে যখন এমন কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, তখন সেটা ভীষণই দুঃখজনক। আসলে আমি আর রামচরণই এরকম অনুষ্ঠানের জন্যে জোর দিয়েছিলাম। ঈশ্বরের কাছে তাদের আত্মার শান্তি কামনা করি। যে কোনোরকম সাহায্যের জন্য দুই পরিবারের পাশেই থাকব। এরই মধ্যে মৃতদের পরিবারে ৫ লাখ করে রুপি পাঠিয়েছি।’