শেষ হতে চলেছে ২০২৪, নতুন বছরের অপেক্ষায় সবাই। এ বছর বলিউডে তেমন উল্লেখযোগ্য সিনেমা আসেনি বললেই চলে। তবে আগামী বছর পাইপলাইনে আছে বেশ কিছু বিগ বাজেটের সিনেমা। এক ফ্রেমে যেমন দেখার সম্ভাবনা রয়েছে সালমান-শাহরুখকে, তেমনি এক ফ্রেমে দেখা যেতে পারে হৃতিক-সালমানকেও।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, আলী আব্বাস জাফরের পরিচালনায় বিজ্ঞাপনের জন্য জুটি বাঁধতে চলেছেন সালমান ও হৃতিক। এই বিজ্ঞাপনের বাজেট নাকি টেক্কা দিতে পারে বলিউডের বিগ বাজেটের সিনেমাকেও! জানা গেছে, হৃতিক ও সালমানকে নিয়ে একেবারে ধুন্ধুমার অ্যাকশনের বিজ্ঞাপন শুট করবেন পরিচালক আলি আব্বাস জাফর। মুম্বাইয়েই শুট হবে এই বিজ্ঞাপনের।
আপাতত, হৃতিকের নতুন কোনও সিনেমার ঘোষণা নেই। হাতে রয়েছে ‘ওয়ার ২’। তবে সালমান এখন ব্যস্ত তার নতুন সিনেমা ‘সিকান্দার’-এর শুটিংয়ে। প্রাণনাশের হুমকির মাঝেই কড়া নিরাপত্তার মোড়কে শুটিং সারছেন বলিউডের ভাইজান।
সালমান খানের ‘সিকান্দার’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে, এই সিনেমার ভিলেন তিনিই। এতে আরো দেখা যাবে অভিনেতা সুনীল শেঠিকে। সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি সিনেমাটির প্রযোজনাও করছেন তিনি। নায়িকা হিসেবে থাকছেন রাশমিকা মান্দানা। আগামী বছরের ঈদে মুক্তি পাবে ‘সিকান্দার’।