বিশ্বজুড়ে সমাদৃত চলচ্চিত্র অঙ্গনের তারকারা এখন সৌদি আরবে। জেদ্দার প্রাণকেন্দ্র আল-বালাদ শহরের কালচার স্কয়ারে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর মাতাচ্ছেন তারা। তাদের পাশাপাশি আছেন আরব দেশের নামিদামি অভিনেতা-অভিনেত্রীরা। এ যেন লোহিত সাগরের তীরে একই মোহনায় মিশে গেছে বিশ্বের বিনোদন অঙ্গনের মহারথীরা!
৫ ডিসেম্বর জেদ্দায় পর্দা উঠেছে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’-এর।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রতিদিনই হলিউড-বলিউড ও বিভিন্ন দেশের তারকাদের সরব উপস্থিতি সেখানে। উইল স্মিথ থেকে শুরু করে সিনথিয়া এরিবো, স্পাইক লি, মিশেল ইয়ো, ভিন ডিজেল, এমিলি ব্লান্টের মতো পশ্চিমা তারকারা এসেছেন এবার। বলিউড থেকে গেছেন আমির খান, কারিনা কাপুর, রণবির কাপুরের মতো জনপ্রিয় তারকা।
কিভাবে এত অল্প সময়ে এমন সাফল্য পেল সৌদির এ উৎসব? এর উত্তরে বেশ কিছু বিষয় আসে সামনে।
রেড সি উৎসবের মূল অর্থায়ন করে রেড সি ফিল্ম ফেস্টিভাল ফাউন্ডেশন। এটি গঠন করেছেন সৌদি সরকারের সংস্কৃতিমন্ত্রী বদর বিন আব্দুল্লাহ আল সৌদ। যেহেতু সরকারি উদ্যোগ, বেসরকারি পৃষ্ঠপোষকতাও আসে দেদার। ফলে আয়োজনে কৃপণতা করে না উৎসব কর্তৃপক্ষ। বড় তারকাদের বিশেষ আমন্ত্রণের মাধ্যমে নিয়ে আসে তাঁরা। এর পেছনে ব্যয় হয় বিপুল অর্থ। এ ছাড়া উৎসব কর্তৃপক্ষের রয়েছে দক্ষ প্রচারণা টিম, যার সুবাদে উৎসবটির বিভিন্ন কনটেন্ট অন্তর্জালে বিপুল সাড়া পায়। উৎসবটির সিনেমা বাজারের নাম ‘রেড সি সক’। যেটা শুধু চার বছরেই আরব বিশ্বের বৃহত্তম সিনেমা বাজারে পরিণত হয়েছে। সেখানেও নিজ নিজ ছবি নিয়ে হাজির হন খ্যাতিমান নির্মাতা-শিল্পীরা।
প্রসঙ্গত, এবারের আসরে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে মাকসুদ রহমানের ‘সাবা’। নির্মাতার সঙ্গে উৎসবে উপস্থিত রয়েছেন ছবির অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও।