এই মুহূর্তে সিনেমাপ্রেমীদের মুখে মুখে একটাই নাম, ‘লাকি ভাস্কর।’ দুলকার সালমান অভিনীত অর্থনৈতিক অপরাধভিত্তিক চলচ্চিত্র। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ভেঙ্কি আটলুরি। ৩১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।
গল্পের প্রেক্ষাপট ১৯৯০-এর দশকের মুম্বাইকে ঘিরে।
সিনেমার প্রথমার্ধে ভাস্করের সংগ্রামী জীবন এবং তার অবৈধ কর্মকাণ্ডের সূচনা দেখানো হয়।
অভিনয়ের কথা বলতে হলে দুলকার সালমান তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে চরিত্রটি প্রাণবন্ত করে তুলেছেন। এককথায় মাস্টারস্ট্রোক খেলেছেন চরিত্রটি দিয়ে। দুলকারের ক্যারিয়ারের আরেকটি মাইলফলক হয়ে থাকবে এই চরিত্র। তার পাশাপাশি মীনাক্ষী চৌধুরী এবং অন্য সহ-অভিনেতাদের অভিনয়ও উল্লেখযোগ্য। প্রত্যেকেই নিজেদের চরিত্র প্রাণবন্ত করেছেন পর্দায়।
নির্মাণ ও প্রযুক্তিগত দিক থেকেও লাকি ভাস্কর প্রশংসার সর্বোচ্চ দাবিদার। সিনেমার প্রডাকশন ডিজাইন, বিশেষ করে নব্বইয়ের দশকের মুম্বাই শহরের পুনর্নির্মাণ ছিল দারুণ। যদিও ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছুটা দুর্বল লেগেছে কিছু জায়গায়। আরো গল্পনির্ভর মিউজিক করা যেত। তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কিছু স্ট্রোক বেশ দারুণভাবে কাজ করেছে যা দর্শকদের ভালো লাগবে।
ইতোমধ্যে লাকি ভাস্কর সিনেমাহলের দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। সমালোচকদের কাছ থেকেও পেয়েছে প্রশংসা। আর ওটিটিতে প্রকাশ হওয়া মাত্র রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে ওটিটি দর্শকদের মাঝে। দুলকার সালমানের ভক্তরা এটি অবশ্যই উপভোগ করবেন। তবে যারা ‘স্ক্যাম ১৯৯২’-এর মতো শো দেখেছেন, তারা হয়তো কিছুটা মিল খুঁজে পাবেন। এটি একটি মাঝারি মানের থ্রিলার যা আর্থিক কেলেঙ্কারির বিষয়ে সাধারণ দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করবে। তবে ইমোশন, ফ্যামিলি ড্রামা আর প্রতারণার মাঝেও সততার এক ধরনের লুকোচুরি খেলা দর্শকদের মাতিয়ে রাখবে পর্দায়। সময় থাকলে দেখে নিতে পারেন এই মুহূর্তের আলোচিত চলচ্চিত্র ‘লাকি ভাস্কর।’