বলিউডের আলোচিত ও সমালোচিত তারকাদের মধ্যে উর্বশী রাওতেলার নাম বরাবরই শীর্ষে। একের পর এক বিতর্ক ও সমালোচনার জন্ম দেওয়ার ক্ষেত্রে উর্বশী যেন তুলনাহীন! অভিনয় নিয়ে যত না কথা হয়, এর চেয়ে বেশি আলোচনা হয় তাঁর প্রেম নিয়ে। ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্থের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন তো চলছে বহুদিন ধরেই। তবে এবার প্রেম নয়, বিয়ের প্রশ্ন ছুড়ে দেয়া হলো এ নায়িকাকে।
‘ইনস্ট্যান্ট বলিউডের’ সঙ্গে কথোপকথনে এ তারকা বিয়ের প্রশ্নে অকপটে বলেন, ‘এখন আমার কাটনি যোগ চলছে। এই যোগে বিয়ে করাটা একদম উচিত নয়।
উর্বশীর এ উত্তর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। একজন রেডিট ব্যবহারকারী উর্বশীর এই সাক্ষাৎকারের ভিডিওটি পোস্ট করেছেন।
অবশ্য ঋষভের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি বরাবরই অস্বীকার করেছেন ঊর্বশী। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে সোজাসাপ্টা কথাও বলেছেন।
বর্তমানে সব গুঞ্জন পাশ কাটিয়ে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন উর্বশী। ক্যারিয়ারের দীর্ঘ সময়ে আইটেম গান ও আবেদনময়ী চরিত্রেই তাঁকে বেশি দেখা গেছে। তাই গ্ল্যামার গার্লের বদলে অভিনেত্রী পরিচয়কে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছেন। সে কারণেই এখন গল্প ও চরিত্রের বাছবিচার করে হাতে নিচ্ছেন সিনেমার কাজ। এই বলিউড তারকার সর্বশেষ চুক্তিবদ্ধ কাজের তালিকায় আছে ‘ইন্সপেক্টর অবিনাশ’, ‘এনবিকে ১০৯’, ‘দিল হ্যায় গ্রে’সহ আরও কয়েকটি সিনেমা; যার মাধ্যমে দর্শক নতুন এক উর্বশীর দেখা পাবেন বলেও আশা প্রকাশ করেছেন এ অভিনেত্রী।