এই সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। একের পর এক হিট গান উপহার দিয়েছেন ভারতীয় এ শিল্পী। মানুষের মনে জায়গা করে নিয়েছেন সহজেই। পেয়েছেন জাতীয় পুরস্কারও।
ইমনের ব্যক্তিগত জীবন হামেশাই থেকেছে চর্চায়। শোভনের সঙ্গে প্রেম, ব্রেক-আপ হোক বা নীলাঞ্জনের সঙ্গে ভালোবাসার বিয়ে। কিন্তু নিজের সঙ্গে ঘটা এই অশোভন ঘটনার কথা আগে ফাঁস করেননি জাতীয় পুরস্কারজয়ী গায়িকা।
ইমন বলেন, ‘১২ সালের কথা বলছি। একজন সেলিব্রেটেড সিঙ্গারের সঙ্গে আমি যাচ্ছি, প্রগাম করছি। আমার বাবা সামনের সিটে বসা।
ইমন ফুঁসে উঠে চিৎকার করে বলেছিলেন, ‘ইউ ওয়ান্ট টু ডু ইট রাইট নাও?’ (আপনি কি এখনই করতে চান?)
তবে সেই নামি গায়কের নাম ফাঁস করেননি ইমন। গায়িকা আরো জানান, প্রত্যেকের একটা স্ট্রাগল থাকে, একটা জার্নি থাকে। তারও ছিল। একটা সময় লিলুয়া থেকে রবীন্দ্রভারতী, সেখান থেকে টলিগঞ্জে গান শিখতে যেতেন। ফের বিশ্ববিদ্যালয়ে ফিরে রাত ১১টায় বাড়ি ফেরা। সহজ ছিল না এই সফর।
‘প্রাক্তন’ ছবির ‘তুমি যাকে ভালোবাসো’ গান ইমনের ক্যারিয়ারের মোড় ঘুরিয়েছে। তবে এই গানটি যে ইমনই গাইবেন তা নিশ্চিত ছিল না, এমনটাই জানান ইমন। মিডিয়ার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন ইমন। বলেন, তার নতুন গান নিয়ে হইচই হয় না। অথচ বিকিনিতে ছবি দিলেই সেসব নিয়ে চর্চা। যা মোটেই কাম্য নয়।