কাজাখস্তানে চলছে ১৭তম ইউরো এশিয়া আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব। সেখানে অংশ নিয়েছে বাংলাদেশের ছবি ‘নির্বাণ’। এর আগে ছবিটি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সর্বশেষ জুরি পুরস্কার জিতেছিল। তবে মস্কোই শেষ নয়, তরুণ পরিচালক আসিফ ইসলাম নির্মিত সিনেমাটি কিছুদিন আগে ফ্রান্সের গঞ্জ সুর সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার জিতেছে।
তিনি জানান, গত ২৩ নভেম্বর তিনি কাজাখস্তান পৌছান।
এদিকে গতকাল স্থানীয় সময় পাঁচটায় প্রর্দশিত হয়েছে নির্বাণ। সংলাপবিহীন এই চলচ্চিত্রটি দেখে উচ্ছসিত হয়েছেন দর্শকেরা। আসিফ ইসলাম বলেন, ‘শুরুতে আমি খুব নার্ভাস ছিলাম। তবে দর্শকের উৎসাহ দেখে খুব ভালো লেগেছে।
তবে উৎসবে ‘নির্বাণ’ পুরস্কার পাবে কি পাবে না সেটা জানা যাবে আগামী ১ ডিসেম্বর। তার আগেই অবশ্য উৎসব থেকে বিদায় নেবেন পরিচালক আসিফ ইসলাম। আগামীকাল ২৭ নভেম্বর দেশে ফিরবেন তিনি।
এদিকে ‘নির্বাণ’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি। প্রিয়াম অর্চি ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ফাতেমা তুয জোহরা ইভা, ইমরান মাহাথির প্রমুখ। সিনেমাটি আগামী বছর বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে।