শাহরুখ খানকে খুনের হুমকি দেয়া সেই আইনজীবী রীতিমতো চালিয়েছেন কিং খানের উপর! অনলাইনে প্রতিনিয়ত শাহরুখ খানের তথ্য সংগ্রহ করে বেশ পাকাপোক্ত হয়েই হুমকি দিয়েছেন। তবে শেষ রক্ষা হয়নি। এখন পুলিশের কাস্টডিতে সেই ব্যক্তি। আর এই ঘটনার অনুসন্ধানে বেরিয়ে আসছে গুরুত্বপূর্ণ তথ্য।
কিছুদিন আগে শাহরুখ খানকে খুনের হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি। তার নাম ফয়জান খান। হুমকির সঙ্গে ৫০ লাখ টাকাও দাবি করেন তিনি। এবার জানা গেল সেই ফয়জান খান অনলাইনে রীতিমতো নজরদারি চালিয়েছেন কিং খানের উপর! শুধু শাহরুখই নয়, তার গোটা পরিবারের তথ্য নিতো ফয়জন।
শাহরুখ খানকে হুমকি দেওয়া এবং চাপ দিয়ে টাকা আদায়ের চেষ্টা করার জন্য রায়পুরের আইনজীবী ফয়জান খানকে গ্রেপ্তার করা হয়েছে আগেই। এখন পুলিশের জেরায় উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। ফয়জান খান অনলাইনে রীতিমত পড়াশোনা করেছেন শাহরুখ খানকে নিয়ে।
বান্দ্রা পুলিশের কাছে শাহরুখের উদ্দেশে প্রথম হুমকি ফোনটি আসে।
জানা গেছে, ফয়জান আইনজীবী বিষ্ণোই সম্প্রদায়েরও ঘনিষ্ঠ। আর বিষ্ণোই গ্যাং সালমান খানকে হত্যার হুমকি দিয়ে আসছে অনবরত। সম্প্রতি আলোচিত রাজনীতিবিদ ও সালমান খানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকেও হত্যা করেছে এই গ্যাংয়ের সদস্যরা। এরপর থেকেই জীবন নিয়ে শঙ্কায় রয়েছে সালমান খানও। কড়া নিরাপত্তায় ঢেকে রাখা হয়েছে অভিনেতাকে। সালমানের সঙ্গে হুমকির মুখে রয়েছেন তার ঘনিষ্ঠজনরাও। অভিনেতার ঘনিষ্ঠ মানুষদেরও কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং।