মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘উইকড’ এবং ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি সিনেমা ‘রেড ওয়ান’ সিনেমা দুটি একসঙ্গে মুক্তি পেল বাংলাদেশেও। ২২ নভেম্বর ছবি দুটি মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সে। জন এম চু পরিচালিত ‘উইকড’-এ অভিনয় করেছেন আরিয়ানা গ্র্যান্ডে, জোনাথন বেইলি, ইথান স্টোর, বোয়েন ইয়াং, মারিসা বোডে, পিটার ডিঙ্কলেজ, মিশেল ইয়েওহ প্রমুখ। অন্যদিকে জেক কাসদান পরিচালিত ‘রেড ওয়ান’ ছবিতে অভিনয় করেছেন ডোয়াইন জনসন, ক্রিস ইভানস, লাকি লিউ, জে কে সিমন্স প্রমুখ।
আমেরিকান মহাকাব্যিক মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা হিসেবে এরইমধ্যে দর্শকমহলে আলোচনায় এসেছে ‘উইকড’। উইনি হোলজম্যান ও ডানা ফক্সের চিত্রনাট্য থেকে এটি পরিচালনা করেছেন জন এম চু। স্টিফেন শোয়ার্টজ ও হোলজম্যানের একই নামের স্টেজ মিউজিক্যালের দুই পার্টের সিনেমা অভিযোজনের প্রথমটি এটি, যেটি গ্রেগরি ম্যাগুয়ারের একই নামের ১৯৯৫ সালের উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল।
‘উইকড’ প্রযোজনা করেছেন ইউনিভার্সাল পিকচার্স এবং মার্ক প্ল্যাট, যারা দুজনেই স্টেজ মিউজিক্যাল।
আমেরিকান অ্যাকশন-অ্যাডভেঞ্চার ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি ঘরানার ছবি ‘রেড ওয়ান’।
ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ১৫ নভেম্বর। ছবিটি দর্শকদের মনে করিয়ে দিচ্ছে যে ক্রিসমাস আসন্ন।