একসঙ্গে পর্দায় আসছেন টলিউডের জনপ্রিয় তিন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, নুসরাত ও শ্রাবন্তী চ্যাটার্জি। পরিচালক রাজশ্রীর সিনেমা ‘ও মন ভ্রমণ’-এ একই পর্দায় ধরা দেবেন এই তিন হার্টথ্রব নায়িকা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আসন্ন এই সিনেমার গল্প তিন নয়, বরং চার নারীকে নিয়ে। আর এই চতুর্থ নারীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী তথা কাউন্সিলর অনন্যা ব্যানার্জি।
‘ও মন ভ্রমণ’-এ নুসরাত জাহানের চরিত্রের নাম শ্রুতি, বিজনেস টাইকুন মনীশ সিংয়ের ঘরণী তিনি। সেই কোম্পানিতেই কর্মরত নন্দিনী অর্থাৎ স্বস্তিকা মুখোপাধ্যায়, অদ্রিজার চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী চ্যাটার্জি যিনি রুলিং পার্টির এমএলএ। অনন্যা এতে একজন সাংবাদিকের ভূমিকায় রয়েছেন।
এই চারজন ছাড়াও সিনেমাটিতে তারকার মেলা দেখা যাবে।