প্রায় তিন দশকের দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের ঘোষণা করেছেন এ আর রহমানের স্ত্রী সায়রা বানু। ভারতীয় সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সায়রার আইনজীবী বন্দনা শাহ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) এই দম্পতির বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান সায়রার আইনজীবী বন্দনা শাহ। বিবৃতিতে বলা হয়, ‘বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু।
এদিকে অস্কারজয়ী এ সুরকারের বিচ্ছেদে বেশ বিস্মিত হয়েছে তার ভক্তকুল। সামাজিক মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। এই আলোচনার মধ্যেই বাবা-মায়ের বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন রহমান-সায়রার তিন ছেলে-মেয়ে।
রহমানপুত্র আমিন সামাজিক মাধ্যমে দেওয়া স্টোরিতে একটি নোট লিখেছেন, ‘আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি যে এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করুন।
কন্যা খাতিজা ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বক্তব্য শেয়ার করেছেন। সেখানে লেখা, ‘আমি খুব প্রশংসা করব যদি এই বিষয়টি অত্যন্ত গোপনীয়তা এবং সংবেদনশীলতার সঙ্গে দেখা হয়। আপনাদের বিবেচনার জন্য অনেক ধন্যবাদ।’
দুই ভাই-বোনের মতো মুখ খুলেছেন রহিমাও।
সর্বশেষ আম্বানিদের ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল রহমান ও তার স্ত্রী সায়রা বানুকে। তখনও তাদের দেখে বোঝা সম্ভব হয়নি যে তাদের মধ্যে এতটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে! ১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন এ আর রহমান। তাদের তিন সন্তান খতিজা, রহিমা ও আমিন। দীর্ঘ ২৯ বছর এ তারকা দম্পতি সংসার করেছেন একসঙ্গে।