দিন তারিখের হিসেব অনুযায়ী আজ চলচ্চিত্র তারকা শবনব বুবলীর জন্মদিন। এই দিনে তেমন কোনো আয়োজন নেই আগেই জানিয়েছেন। তবে এই দিনে কেক কাটতে ভোলেননি নায়িকা। আজ দুপুরে হঠাৎ করেই কেক কাটার ছবি পোস্ট করেন নিজের আইডিতে।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে এর থেকে সুন্দর সময় কী আর হতে পারে ! আমার বাপজান এভাবে আমাকে আগলে রাখে তাই প্রতিটি দিনই আমার জন্মদিন।
এদিকে সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে, সম্প্রতি ‘পিনিক’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। এতে তাঁর নায়ক থাকছেন আদর আজাদ।
সাইফ চন্দন পরিচালিত ‘কয়লা’ নামে একটি ছবিতে অভিনয় করছিলেন বুবলী। ছবিটির শুটিং শেষ। তবে কবে নাগাদ মুক্তি পাবে সেটা নায়িকার অজানা। বুবলী বলেন, আমাদের কাজ তো অভিনয় করা। কবে মুক্তি পাবে তার সবটাই পরিচালক প্রযোজকদের হাতে।
ইতোমধ্যে তরুণ কয়েকজন নির্মাতার সঙ্গে বুবলীর বেশ কয়েকটি সিনেমা নিয়ে প্রাথমিক মিটিং হয়েছে। অনেকগুলোর চিত্রনাট্যও হাতে রয়েছে। সেগুলো চূড়ান্ত হওয়ার পরই জানানো হবে। তাই আপাতত সেসব নিয়ে নায়িকার মুখ খোলা বারণ। তবে নতুন বছরের শুরুতেই বেশ কয়েকটি ভালো কাজের খবর দিতে পারবেন বলেও ইঙ্গিত দিলেন এ চিত্রনায়িকা।