ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি একবার আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন— এমনটাই গুঞ্জন হঠাৎ করে। অবশ্য গুঞ্জনের শুরুটা পরীর হাত ধরেই। সোমবার (১৮ নভেম্বর) ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে পরী জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি আবারো প্রেমে পড়েছি।’ আর অভিনেত্রীর এই পোস্টের পর থেকেই শুরু হয় ব্যাপক আলোচনা।
এর আগে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছিল, গাড়ির জানালায় আধো আলয় আধো আধারে আলিঙ্গনে মেতে উঠেছে দুটি হাত। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ইয়েস আই অ্যাম ইন লাভ অ্যাগেইন’।
নায়িকার এমন পোস্ট দেখে মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছিলেন অনুসারীরা। কেউ অভিনন্দন জানিয়েছিলেন। কেউ লিখেছিলেন, ভালোবাসা সুন্দর।
পরীমনির এই পোস্টের পর ধোঁয়াশা কেটেছে অনুরাগীদের। অনেকেই মন্তব্য করে জানিয়েছেন, এরপর সত্যি সত্যি প্রেম করলে মানুষ আর বিশ্বাস করবে না।
৮ নভেম্বর মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ ইমরান নূর। থ্রীলার ঘরনার গল্পে নির্মিত এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরীমণিকে। সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস।