বর্তমানে ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। একদিকে বলিউডে অভিনয়, অন্যদিকে গান নিয়েও তুমুল ব্যস্ত। করছেন একের পর এক কনসার্ট। সম্প্রতি বিদেশ জয় করে দেশে মিউজিক্যাল ট্যুর শুরু করেছেন।
শুক্রবার হায়দরাবাদে শোয়ের আগে তেলঙ্গানা সরকার তারকাকে পাঠালেন আইনি নোটিস।
রাঙ্গারেড্ডি জেলার মহিলা ও শিশু, প্রতিবন্ধী এবং প্রবীণ নাগরিক কল্যাণ দপ্তারের জেলা কল্যাণ কর্মকর্তার ৭ নভেম্বর জারি করা নোটিস অনুসারে, অভিযোগকারী একটি ভিডিও প্রমাণ জমা দিয়েছেন যেখানে দেখা যাচ্ছে দোসাঞ্জ অ্যালকোহল, মাদক এবং হিংসার প্রচারের গান গাইছেন।
সেই আইনি নোটিসে আরো উল্লেখ করা হয়েছে যে, “শো চলাকালীন দিলজিৎ যেন কোনওভাবেই শিশু বা ১৩ বছরের নিচে বাচ্চাদের মঞ্চ বা মঞ্চের কাছাকাছি নিয়ে না আসেন। কারণ সেখানে ১২০ ডেসিবলের বেশি শব্দ এবং লেজার লাইটের রংচঙে আলো দুটোই ওই বয়সের যে কোনও বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খারাপ।”
এদিকে শুক্রবারই সন্ধা ৭টার সময়ে হায়দরাবাদে জিএমআর এরিনাতে দিলজিৎ দোসাঞ্ঝের ‘দিল-লুমিনাটি’ কনসার্ট রয়েছে।