ঢাকার চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয় করেছেন পাশের দেশ ভারতের ছবিতেও। তবে বেশির ভাগ সময় আলোচনায় থাকেন কাজ দিয়েই। কিন্তু গত কয়েক মাস ধরে মূলত তেমন কোনো কাজের খবর দিচ্ছেন না।
বিষয়টি নিয়ে নিয়েই কথা বলেছেন তিনি। স্পষ্টভাবে জানিয়েছেন এই নায়িকা।
অন্যদিকে রবিবার (১০ নভেম্বর) ছিল মিমের জন্মদিন। ১৯৯২ সালে রাজশাহীর বাঘা উপজেলায় জন্ম নেওয়া এ নায়িকা ৩২ বছরে পা রাখলেন। ছোট্টবেলায় জন্মদিনটা জমকালোভাবে পালন করলেও এখন আর সেভাবে আয়োজন করা হয় না তার। এ প্রসঙ্গে অভিনেত্রী গণমাধ্যমকে জানান, জন্মদিনটা আসলে খুব ঘটা করে উদযাপন করা হয় না।
অভিনেত্রী জানান, জন্মদিনের প্রথম প্রহর থেকেই পরিবার, ভক্ত, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মিম। একের পর এক উপহার সারপ্রাইজ হিসেবে পেয়েছেন। এমনকি সাদামাটা আয়োজনে দিনটি পালন করলেও নিজের ৩২তম জন্মদিনে ২৫টি কেক কেটেছেন এই অভিনেত্রী। মিম বললেন, জন্মদিনের প্রথম প্রহর থেকেই একাধিক কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে। বিকেল পর্যন্ত ২৫টির মতো কেক কাটলাম।
প্রসঙ্গত, ২০২২ সালের ৪ জানুয়ারি প্রেমিক ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন এই নায়িকা। এর আগে ২০২১ সালের ১০ নভেম্বর নিজের জন্মদিনে প্রেমিকের সঙ্গে আংটিবদলের কথা জানিয়েছিলেন। বিয়ের পর সংসার এবং অভিনয় এই দুই নিয়েই দারুণ ব্যস্ত অভিনেত্রী। কাজের মাঝে সময় পেলেই পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হন তিনি।
উল্লেখ্য,‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন ও হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মিমের। এরপর ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি।