চলচ্চিত্র তারকা আরেফিন শুভ অনেক ধরেই শুটিং নেই। বছরের শুরুতে মায়ের মৃত্যু আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার নিজের বিচ্ছেদের খবর দেয়া ছাড়া কার্যত কোনো সংবাদ মাধ্যমে নেই তিনি। তবে গেল বছর মুজিব একটি জাতির রূপকার সিনেমা দিয়ে তুমুল আলোচনায় ছিলেন দেশ জুড়ে এমনকি দেশের বাইরেও।
তবে আজ আরিফিন শুভর দেশের বাইরের একটি শুটিং এ অংশ নেয়ার খবর পাওয়া গেলো।
কলকাতার দৈনিক আনন্দবাজার অনলাইন সুত্রে জানা গেছে, সিরিজটিতে তুলে ধরা হয়েছে সত্তর দশকের জ্যাজ ক্লাবের গল্প। শুটিংয়ের জন্য কলকাতা শহরের বুকে গড়ে উঠতে চলেছে জ্যাজ় ক্লাব! ২০-২৫টি টেবিল সাজানো।
২০২৩-এ সাড়া ফেলে দিয়েছিল সিরিজ় ‘জুবিলি’। সৌমিক সিরিজ়টির সহ-স্রষ্টা। বিক্রম মোতওয়ানের পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দারি, অপারশক্তি খুরানা, রাম কপূর তুলে ধরেছিলেন বলিউডের জন্মকাহিনি। হিমাংশু রায়-দেবিকা রানির উত্থান, সেই সময়ের বিনোদন দুনিয়ার গল্প বুনেছিলেন তিনি। এ বারেও তাঁর সিরিজ়ে নানা চমক। যেমন, আরিফিনের বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্রকে। খবর, ইতিমধ্যেই তিনি শুটিং শুরু করে দিয়েছেন। এ ছাড়াও রয়েছেন, টলিউড এবং বলিউডের একাধিক অভিনেতা। ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজ়ের শুটিং চলবে। সম্ভবত, বাংলাদেশে সিরিজ়ের কোনও শুটিং হবে না।
ইংরেজি-সহ নানা ভাষার গান শোনা যাবে সিরিজ়ে। একাধিক সুরকার এবং গীতিকার থাকলেও পরিচালক নাকি একটি নারীকণ্ঠ ব্যবহার করতে চলেছেন। মুম্বইয়ের এক জ্যাজ় গায়িকার কণ্ঠ শুনতে পাবেন সবাই। গায়িকা সৌমিকের হাত ধরে প্রথম হিন্দি বিনোদন দুনিয়ায় পা রাখতে চলেছেন।