তরুণদের মাঝে জনপ্রিয় গান টুনির মা। বিশেষ করে গ্রাম বাংলার তরুণেরা বেশি পছন্দ করেন গানটি। ২০০৯ সালে প্রথম প্রকাশ পায় গানটি। শিল্পী প্রমিত কুমারের কন্ঠে গানটি শুনে মুগ্ধ হন দেশের অসংখ্যা শ্রোতা।
গানটি প্রকাশের আগে আজ দুপুরে প্রমিত ফেসবুকে লেখেন, ‘ধন্যবাদ ঈগল মিউজিক ঈগল টিম। অনেকটা সময় ধরে আমার শ্রোতাদের নতুন গান উপহার দিতে পারিনি।
পরে প্রমিত কালের কন্ঠকে বলেন, ‘এই গানটি আমার ক্যারিয়ারের অন্যতম সেরা গান। গানটি আমাকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। সামনে টুনির মা সিরিজের আরও গান আসবে।’