ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। এ দেশের রয়েছে তার অসংখ্য ভক্ত। সেই ভক্তের সংখ্যা আরো বেড়েছে এ বছর শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় কাজ করে। নতুন করে আলোচনাও শুরু হয়েছে।
পুরো দস্তুর এই অভিনেত্রী মিমি একদিকে যেমন পশুপ্রেমী, তেমনই আবার তার বাগান করার শখও রয়েছে। নানা ধরনের ফুলের গাছ রয়েছে তার। এবার তিনি চাষ করলেন চৌদ্দ শাক।
কালীপূজার আগের দিন প্রতিটি বাড়িতে চৌদ্দ শাক খাওয়ার রীতি পালন করা হয়। বাড়িতে চৌদ্দ প্রদীপ বাড়ির চারিদিকে জ্বালানোরও রীতি রয়েছে। ভূত চতুর্দশীর দিন প্রতিটি বাড়িতে এই নিয়ম পালন করা হয়।
মিমি নিজের বারান্দাতেই চাষ করলেন চৌদ্দ শাক। সেই ভিডিও সবার সঙ্গে শেয়ার করলেন তিনি। যেখানে দেখা যাচ্ছে নিজের বাগান থেকে শাক তুলছেন নায়িকা।
সিনেমার শুটিং, পরিবার আর নিজের পোষ্যদের নিয়েই তার জগত্। নিজের মতোই জীবন গুছিয়ে নিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, খুব শিগগিরিই তিনি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবির শুটিং শুরু করবেন।