একসময় আফরান নিশো জনপ্রিয় অভিনেতা ছিলেন ছোট পর্দায়। অভিনয় করেছেন অসংখ্য টেলিভিশন নাটকে। তবে গেল বছর মুক্তি পায় আফরান নিশো অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল।
গতকাল এক অ্যাওয়ার্ড শো তে এসে বলেছেন সেই বিষয়ে।
মূলত নাটকের সুবাদেই আজকের আফরান নিশো হয়ে উঠেছেন তিনি। প্রায় দেড় যুগের বেশি ক্যারিয়ারে দেশ-বিদেশে তৈরি হয়েছে তার অসংখ্য ভক্ত। সিনেমা জন্যই নাকি সেই নাটক প্ল্যাটফরম ছেড়েছেন এই অভিনেতা।
কথায় কথায় তিনি বলেন, “‘সুড়ঙ্গ’ সিনেমা মুক্তির পর দর্শকের আগ্রহে আমি মুগ্ধ। এই সিনেমার পর আমি আর কোনো নাটকে কাজ করিনি। এর পর থেকে নাটক পজ (স্থগিত) করে রেখেছি। মানে নাটকে আর অভিনয় করছি না। এখন ওটিটি ও সিনেমা নিয়ে বেশি পরিকল্পনা হচ্ছে।“
নিশো বলেন, ‘আমার ক্যারিয়ারে এখন সিনেমার প্রাধান্যই বেশি। যদিও অনেকেই বলেছেন সময়টা একটু বেশিই নিয়ে ফেলেছি। কিন্তু আমার কাছে সময় নেওয়া না নেওয়া কোনো বিষয়ই নয়। সবই আল্লাহর উছিলায় হয়। তিনি যখন দিকনির্দেশনা দেন তখন সেটা ঘটে। আমি সব সময় পজিটিভ থাকি।’
প্রসঙ্গত, আফরান নিশো নতুন দুটি সিনেমার সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন গেল মে মাসে। একটি ‘অসিয়ত’, অন্যটি ‘দাগী’। এর মধ্যে ‘দাগী’ সিনেমাটি নির্মাণ করবেন শিহাব শাহীন। এতে নায়িকা হিসেবে অভিনয় করার কথা রয়েছে অভিনেত্রী তমা মির্জার। যিনি ‘সুড়ঙ্গ’ ছবিতে নিশোর সঙ্গে অভিনয় করেছেন।