এখনো তাকে দেখে হালের তরুণদের মতোই লাগে। বয়স যেন বাড়ছেই না! পর্দায় চিরসবুজ সেই মুখ, গালে টোল পড়া হাসি। দুই হাত ছড়ানো ভালোবাসায় বুকে টেনে নেন গোটা দুনিয়া। গত তিন দশকের বেশি সময় ধরে বলিউডে একচ্ছত্র আধিপত্য তার।
২ নভেম্বর দিনটি বিশ্বজুড়ে শাহরুখ ভক্তদের কাছে বিশেষ একটি দিন। কারণ এদিন পৃথিবীতে এসেছেন বলিউড বাদশাহ।
শোনা যাচ্ছে, শাহরুখ এত বড় এক পার্টি দিতে চলেছেন, যা এর আগে বলিউড দেখেনি। সেখানে অতিথির তালিকাও নাকি বেশ লম্বা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখের এই পার্টিতে আসতে পারেন ২৫০ জন অতিথি।
আরো জানা যাচ্ছে, শাহরুখের এই জন্মদিনে থাকবে বিশেষ থিম। অতিথিদের নাকি সাজতে হবে তার ছবির চরিত্র অনুযায়ী, ইতোমধ্যেই নাকি ডিনারের মেন্যু ঠিক করে ফেলেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান। কেননা এই পার্টির সব কিছু প্ল্যানিং করছেন গৌরী নিজেই। শোনা যাচ্ছে, পার্টিতে থাকবে সুহানা ও আরিয়ানের বিশেষ পারফরম্যান্স।