রীতিমতো বেহাল দশা দেশি সিনেমার। বৈষম্যবিরোধী আন্দোলন ও দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে প্রায় তিন মাস নতুন সিনেমা মুক্তি পায়নি। গত ১১ অক্টোবর মুক্তি পেয়েছে অভিনেত্রী কুসুম সিকদার পরিচালিত ‘শরতের জবা’। তবে সিনেমাটি ব্যবসায়িকভাবে আলোচনা তৈরি করতে পারেনি।
অভি কথাচিত্রের পরিবেশনায় আগামী ২৫ অক্টোবর মুক্তি পাবে বলিউডের ব্যবসা সফল সিনেমা ‘স্ত্রী ২’। আমদানি নীতিতে ভারতের ‘স্ত্রী ২’ ছবির পরিবর্তে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে ‘প্রহেলিকা’।
‘স্ত্রী ২’ ও ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমা দুটি নিয়ে অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হোসেন অভি গণমাধ্যমকে বলেন, দেশের প্রেক্ষাগৃহে নতুন সিনেমা নেই।
আগামী ১৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’।
এদিকে গত সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে হলিউডের বেশ কয়েকটি সিনেমা। সঠিক সময়ে সিনেমাগুলো মুক্তি দিতে না পারায় দর্শক খরায় ভুগছে প্রেক্ষাগৃহ। সেন্সর জটিলতার কারণে সময়মতো সিনেমাগুলো মুক্তি দিতে না পারায় দর্শক পাওয়া যাচ্ছে না। হল মালিক ও কর্মকর্তারা আশা রাখছেন, আগামী নভেম্বর ও ডিসেম্বর বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমা আসছে যা দর্শকদের উপস্থিতি বাড়িয়ে প্রেক্ষাগৃহ আবার জমজমাট করবে।