১৯৮৯ সালে একটি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পর্দায় অভিষেক হয় বলিউড বাদশাহ শাহরুখ খানের। ‘ফৌজি’ নামক সেই ধারাবাহিকে হালকা-পাতলা গড়নের সেই চঞ্চল ছেলেটিই একদিন গোটা দুনিয়ায় রাজত্ব করবে তা কে জানত? তাই শাহরুখ খানের ক্যারিয়ারে ‘ফৌজি’ নামটা চিরস্মরণীয় হয়ে রয়েছে। আর সেই ‘ফৌজি’ ধারাবাহিক এবার নতুন আঙ্গিকে আসতে চলেছে টিভি পর্দায়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, চিত্রনির্মাতা সন্দীপ সিং দূরদর্শনের সঙ্গে হাত মিলিয়েছেন এই কালজয়ী ধারাবাহিককে পুনরুজ্জীবিত করে তোলার জন্য।
জানা গেছে, ‘ফৌজি ২’-তে ‘বিগ বস ১৭’খ্যাত বিকাশ জৈনকে কর্নেল সঞ্জয় সিংয়ের চরিত্রে দেখা যাবে।
এ ছাড়া ‘ফৌজি ২’-তে দক্ষ দেশাইয়ের চরিত্রে থাকবেন আশিস ভরদ্বাজ, উৎকর্ষ কোহলিকে দেখা যাবে রংরেজ ফোগাট, রুদ্র সোনিকে দেখা যাবে হারুন মালিকের চরিত্রে। থাকবেন দার্জিলিয়ের আকাশ ছেত্রী, কানপুরের নীল সাতপুরা, চেন্নাইয়ের প্রিয়াংশু রাজগুরু প্রমুখ।
এই সিরিজের টাইটেল ট্র্যাক গেয়েছেন সোনু নিগম। এ ছাড়া থাকবে মোট ১১টি গান। শ্রেয়স পুরানিক এই সিরিজের মিউজিক ডিরেক্টর হিসেবে রয়েছেন। সন্দীপ সিং, ভিকি জৈন, জাফর মেহেদী ফৌজি ২ ছবিটির প্রযোজনা করছেন। আর গল্প লিখেছেন অমরনাথ ঝা, বিশাল চতুরবেদী, অনিল চৌধুরী, চৈতন্য তুলসিয়ন।