রাজধানীর রামপুরার বাসা থেকে ৯০-এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) রামপুরা বিটিভি ভবনের পেছনে নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
রামপুরা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ‘তিনি বাসায় একাই থাকতেন। গত কয়েকদিন ধরে ঘর থেকে বের হননি।
ওসি আরো বলেন, ধারণা করা হচ্ছে।
জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর জনপ্রিয় গানের মধ্যে- ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি উল্লেখযোগ্য।