বড় বোন মেহজাবীন চৌধুরীর পথেই পথচলা শুরু করছেন মালাইকা চৌধুরী। শুরু করছেন নাটকে অভিনয়। প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’-এ অভিনেতা ফারহান আহমেদ জোভানের বিপরীতে দেখা যাবে মালাইকাকে।
এর আগে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ালেও ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয় জগতে পা রাখছেন মেহজাবীনের বোন।
নাটকটি রচনা ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তবে এই নাটকের গল্প ভাবনা মেহজাবীন চৌধুরীর বলে জানিয়েছেন রাজ।
পরিচালক রাজ কালের কণ্ঠকে বলেন, ‘নাটকটির নির্মাণকাজ শুরু হয়েছে। মেহজাবীনের কাছ থেকে যে গল্পটি পেয়েছি, তাতে নতুন একটি মেয়েকে মানাবে বলে মনে হয়েছে আমার।
মালাইকা প্রথম অভিনয়ে দর্শকদের মন জয় করতে সক্ষম হবে বলে বিশ্বাস পরিচালকের। চলতি বছরেই ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’য় মুক্তি পাবে নাটকটি।
অভিনয়ে অভিষেক হওয়ায় বেশ উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী।