গতকালই জানা গেছে শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৫ নভেম্বর। অনন্য মামুন পরিচালিত সিনেমাটি ট্রেলার এসেছে এরই মধ্যে। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড তারকা সোনাল চৌহান। পরিচালকের দাবি, প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমা বানিয়েছেন তিনি।
দর্শকদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে অনন্য মামুন লেখেন, ‘তবে এটা বলতে পারি যতই গল্প মেলানোর চেষ্টা করেন লাভ হবে না। এক লাইন মেলাতে পারলে কোটি টাকা পুরস্কার।
এর আগে শাকিব খানও তার ফেসবুকে ‘দরদ’-এর খবর জানিয়েছিলেন। নির্মাতার পোস্ট করা একই ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘দরদ’ ভরা ভালোবাসা নিয়ে সে আসছে।
‘দরদ’ প্রসঙ্গে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘দরদ পাস। গ্রেট সিস্টেম চালু হওয়ার আগ পর্যন্ত আনকাট বলা যেতে পারে। দরদ প্রেমের ছবি, আমার কাছে ভালো লেগেছে।
প্রসঙ্গত, ‘দরদ’-এ শাকিবের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলবে বলিউডের সোনালের। সিনেমায় শাকিব, সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। এ ছাড়া রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।