বর্তমানে ‘ঘোড়চড়ি টু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন বলিউড তারকা ইমরান হাশমি। এই শুটিং সেটেই গুরুতর আহত হলেন অভিনেতা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গলায় আঘাত পেয়েছেন অভিনেতা। আহত হওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া হয় ইমরানকে।
জানা গেছে, হায়দরাবাদে সিনেমাটির শুটিং চলছিল। সেখানে অ্যাকশন দৃশ্যে উঁচু থেকে লাফিয়ে পড়ার একটি দৃশ্য ছিল। মূলত সেই দৃশ্যের শুটিং করতে গিয়েই আহত হন এই অভিনেতা।
সর্বশেষ ‘টাইগার থ্রি’ সিনেমায় দেখা যায় ইমরানকে। সালমান-ক্যাটরিনা অভিনীত এই সিনেমায় খলচরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এর পরই ‘ঘোড়চড়ি টু’র শুটিং শুরু করেন ইমরান।
প্রসঙ্গত, ২০০৩ সালে ‘ফুটপাত’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন ইমরান।