বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘সিংহাম’। অজয় দেবগনের হাত ধরে পরিচালক রোহিত শেঠির এই ‘কপ ইউনিভার্স’-এর সূত্রপাত। ২০১১ সালে মুক্তি পায় ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘সিংহাম’। বক্স অফিসে সাফল্যের পর ২০১৪ সালে আসে ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘সিংহাম রিটার্নস’।
এরপর ‘সিম্বা’, ‘সূর্যবংশী’-র মাধ্যমে কপ ইউনিভার্সকে আরও এগিয়েছেন রোহিত। এবার দশ বছর বাদে মুক্তি পেতে চলেছে ‘সিংহাম এগেইন’। আর সিংহামের নতুন সিক্যুয়েলে থাকছে তারকাদের মেলা।
সম্প্রতি ‘সিংহাম এগেইন’ সিনেমার সঙ্গে জড়িত ঘনিষ্ঠ এক সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছেন, এতে অতি অবশ্যই হাজির হবেন চুলবুল পাণ্ডে ওরফে সালমান খান। কারণ, প্রথমত সালমান নাকি নিজেও বেশ ইচ্ছুক এই কপ ইউনিভার্সে পা রাখতে।
যদিও সালমান খানের অন্তর্ভূক্তির বিষয়ে এখনো মুখ খুলেননি রোহিত শেঠি কিংবা সালমান খান। তবে ভক্তরা মনে আশার দানা বাঁধতে শুরু করেছেন এই গুঞ্জনে। আর এই গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে বক্স অফিসে সুনামি উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না। আজ সিনেমাটির ট্রেলার আসবে।